২০০৬ সালে যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় হাটি হাটি পা পা করে আজ তা সিলেট বিভাগের পোল্ট্রি সেক্টরে সর্ববৃহৎ প্রতিষ্ঠানরূপে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠানটির সুচনালগ্ন থেকেই আমি এটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছি। অয়েষ্টার পোল্ট্রি এন্ড ফিসারিজ লিমিটেড একটি উৎপাদনমুখী ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে এক বিশেষ স্বকীয়তা অর্জন করেছে বলে আমার বিশ্বাস।
আমরা ছয়টি প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে একদিনের মোরগের বাচ্চা বা ডে ওল্ড চিকস্, ডিম, মাছ ও মোরগ (ব্রয়লার ও লেয়ার) উৎপাদন ও বিপণন করতে সক্ষম হয়েছি। সততার সাথে মূলধনের সঠিক বিনিয়োগ অয়েষ্টার এর অন্যতম পূঁজি।এক্ষেত্রে অয়েস্টার এর সম্মানিত পরিচালকবৃন্দ ও সুদক্ষ কর্মীবাহিনীর আন্তরিক প্রচেষ্ঠা সর্বাগ্রে উল্লেখের দাবী রাখে।
অয়েষ্টার এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।
মোঃ ইমরান হোসাইন
ব্যবস্থাপনা পরিচালক